রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩০)। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কারখানা দুটিতে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এছাড়া আশেপাশের ঘিঞ্জি পরিবেশ থাকায় আগুন ছড়িয়ে পড়ছে।
জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
এর আগে সকালে সাড়ে ১১টার দিকে রূপনগর আবাসিকের শিয়ালবাড়িতে সরদার গার্মেন্টস ও কসমি ফার্মা নামে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.