আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর, একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। কোন কোন ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হচ্ছে।
এর ফলে, জামিন পাওয়ার পর, এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.