স্বামীকে ২০ কোটি টাকার শেয়ার উপহার দেবেন মুন্নু সিরামিকের উদ্যোক্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক আফরোজা খানম তার স্বামী ময়নুল ইসলামকে (সাধারণ শেয়ারহোল্ডার) বিপুল সংখ্যক শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি উপহারের মাধ্যমে স্বামীর নামে মোট ২৬ লাখ শেয়ার হস্তান্তর করবেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত তথ্য থেকে এটি জানা গেছে।

আফরোজা খানম একটি ঘোষণায় ২৪ লাখ ৫০ হাজার এবং অপর ঘোষণায় এক লাখ ৫০ হাজার শেয়ার উপহারের ঘোষণা দিয়েছেন। এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি আগামী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে সম্পন্ন হবে।
বর্তমানে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৭৮ টাকা ৮০ পয়সা। সে হিসেবে উপহারের শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ২০ কোটি ৪৮ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.