ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৫.০ আয়োজন করল ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স

দেশের মার্কেটিং পেশাজীবীদের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন Maggi Presents Food & Beverage Marketing Fest 5.0 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ (BPB)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন তিন শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ড নেতারা। সারাদিনে আটটি ইনসাইট ও প্যানেল সেশনে ২৫ জন বক্তা আলোচনা করেন ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবরেশনের মতো বিষয় নিয়ে।

পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্টের মূল থিম ছিল- “Innovation Nourishes Growth”। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ দেশের সবচেয়ে বড় মার্কেটিং কমিউনিটি হিসেবে কাজ করছে। এর নানা উদ্যোগ যেমন BrandTalk, Business Brillianz, CMO Bangladesh, Marketing Fest, CoffeeCon, BrandFluencer Awards, Inter-University Marketing Debate Fest— পেশাজীবীদের শেখা, সংযোগ আর ইনোভেশনের ধারাকে এগিয়ে নিচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা মুহাম্মাদ ইলিয়াস, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ। তিনি বলেন, ইনোভেশন, মার্কেট ইনসাইট আর কোলাবরেশন এখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। এই উৎসব কেবল একটি আয়োজন নয়, এটি একটি শেখার আন্দোলন।

দিনের প্রথম সেশন ছিল “The Market We Serve: Current Realities and Future Prospects of Food & Beverage”। পরিচালনা করেন ওয়াকিদ হায়দার, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড।

প্যানেলে ছিলেন মাহবুব হোসেন সজিব (আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড), মোহাম্মদ আনিসুল ইসলাম (প্যান্ডামার্ট, ফুডপান্ডা), মোরতুজা আহমেদ (মিনা বাজার), মো. তাসবি মাহবুব (ফুড মার্কেটিং প্র্যাকটিশনার) এবং রজীব সাহা (কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। তারা বলেন, বাংলাদেশের ফুড মার্কেট এখন দ্রুত পরিবর্তনশীল- যেখানে ভোক্তার অভ্যাস, প্রযুক্তি আর পণ্য উন্নয়ন একসাথে নতুন প্রবণতা তৈরি করছে।

দ্বিতীয় সেশন “Safe Food, Strong Brands: Building Consumer Confidence through Standards”-এ আলোচনা হয় খাদ্যের মান, নিরাপত্তা ও ব্র্যান্ড আস্থার সম্পর্ক নিয়ে। অংশ নেন রিয়াশাদ জামান (নেসলে বাংলাদেশ পিএলসি), এস এম আবু সাঈদ (বিএসটিআই) এবং এমডি ইমরুল হাসান (ফুড সেইফটি ইন বাংলাদেশ)।

এরপরের ইনসাইট সেশনে সুরাইয়া সিদ্দিকা, ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, গ্রামীণ দানোন ফুডস লিমিটেড বলেন, একটি ব্র্যান্ডের আসল শক্তি তখনই প্রকাশ পায়, যখন সেটি শুধু পণ্য নয়, একটি উদ্দেশ্য নিয়েও কাজ করে।

CXO Panel “From Disruption to Expansion: The Pathway for Food & Beverage Growth”-এ অংশ নেন ড. রাফিউদ্দিন আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), মোহাম্মদ মফাসসেল হক (টি.কে. গ্রুপ), রুহিনা হালিম (কোয়ান্টাম কনজিউমার সলিউশনস) এবং এ কে এম জাবেদ (ডেকো ফুডস লিমিটেড)। আলোচনায় উঠে আসে কিভাবে পরিবর্তনকে সুযোগে রূপান্তরিত করা যায় এবং নেতৃত্বের ভূমিকা কীভাবে ব্র্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করে।

সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর, নেসলে বাংলাদেশ পিএলসি, তাঁর সেশন “Driving Growth through Innovation as One GD Team”-এ বলেন, “গ্রোথ কখনো একা আসে না, আসে দলগত ইনোভেশনের মাধ্যমে।”

MD Panel “Empowering Evolution, Ensuring Growth”-এ অংশ নেন এমডি নাহারুল ইসলাম মোল্লা (ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড), দীপেশ নাগ (গ্রামীণ দানোন ফুডস লিমিটেড) এবং মডারেটর হিসেবে ছিলেন কাজী মোহিউদ্দিন (এমজিআই)। তারা বলেন, এখনকার নেতৃত্ব মানে শুধু ব্যবসা পরিচালনা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।

এ আয়োজনে প্রকাশিত হয় CMO Bangladesh Magazine-এর তৃতীয় সংখ্যা, যার মূল থিম ছিল “Innovation Nourishes Growth”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ এমডি, সিএক্সও, সিএমও এবং বিভিন্ন ব্র্যান্ড লিডার।

শেষ সেশন “Navigating Today’s Food & Beverage Market Dynamics with Smarter Strategies” (CMO Panel)-এ অংশ নেন সুমাইয়া মুতিয়াতুর রাসুল (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), এমডি মাইদুল ইসলাম (আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড), মোহাম্মদ ইব্রাহিম খলিল (টি.কে. গ্রুপ), পর্ণি মজুমদার (বস ম্যান ফিল্ম-ফুড-ডিজিটাল), এমডি আকতারুজ্জামান (নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ) এবং আবু ওবায়দা ইমন (ডমিনোস পিজ্জা বাংলাদেশ)। তারা বলেন, নতুন যুগের মার্কেটিং মানে হলো ডেটা, গল্প আর কনজিউমারের আবেগের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা।

পুরো আয়োজনে মূল ফোকাস ছিল সহযোগিতা, উদ্ভাবন ও শেখার সংস্কৃতি। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ফুড মার্কেটিং ইন্ডাস্ট্রির পরিবর্তন, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ব্র্যান্ড ইনোভেশনের বাস্তব অভিজ্ঞতা। পার্টনারদের প্রতিনিধি বক্তৃতায় এই উদ্যোগের প্রতি তাদের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

নেসলে বাংলাদেশ পিএলসির সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন বলেন, শুরু থেকেই আমরা এই ফেস্টের সঙ্গে যুক্ত আছি। এই প্ল্যাটফর্ম শুধু মার্কেটিং নয়, বরং শেখা ও লিডারশিপের এক সুন্দর সংযোগ।

Bakeman’s এর চিফ মার্কেটিং অফিসার তুষার এস ইসলাম বলেন, এই আয়োজন বাংলাদেশের মার্কেটিং কমিউনিটির জন্য এক অনন্য সংযোগ তৈরি করেছে। আমরা শুরু থেকেই এর পাশে আছি এবং থাকব।

PUSTI-এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মফাসসেল হক বলেন, এই ফেস্ট পেশাজীবীদের শেখা ও ইনোভেশনে উৎসাহিত করছে। আমরা ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের সঙ্গে এই উন্নয়নের পথে একসাথে আছি।

Mojo- এর চিফ মার্কেটিং অফিসার এমডি মাইদুল ইসলাম বলেন, “ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট আমাদের ইন্ডাস্ট্রির শক্তি, গল্প ও সহযোগিতার প্রতীক।”

দিনব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় গালা ডিনার, যেখানে অংশ নেন দেশের শীর্ষ ব্র্যান্ড, এজেন্সি, উদ্যোক্তা ও মার্কেটিং বিশেষজ্ঞরা।
এই আয়োজন বাস্তবায়িত হয় নানা পার্টনারের সহযোগিতায় –
Title Partner: Maggi
Powered by: Bakeman’s & PUSTI
In Association with: Mojo
Platinum Partner: Ispahani Mirzapore Tea
Community Partner: CMO Bangladesh
Influencer Partner: BrandFluencer
Spices Partner: ACI Pure Foods
Snacks Partner: RUCHI Explore Limitless
Rice Partner: Nabil Group of Industries
Ice Cream Partner: Savoy Ice Cream
Nutrition Partner: Shokti+
Grocery Partner: Khaas Food
Organic Partner: Kazi & Kazi Tea
Hot Beverage Partner: NESCAFÉ
Soft Drinks Partner: Lemu
Electrolyte Drinks Partner: SMC PLUS
Water Partner: Akij Drinking Water
Sharbat Partner: Hamdard Rooh Afza
Cake Partner: Dan Cake Bangladesh
Media Partner: Annex Communications Ltd
Event Partner: HABSON
Venue Partner: Renaissance Dhaka Gulshan Hotel
Strategy Partner: Business Brillianz
Maggi Food & Beverage Marketing Fest 5.0 আবারও প্রমাণ করেছে, যখন দেশের মার্কেটার, ব্র্যান্ড আর ইনোভেটররা একসাথে আসে, তখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি হয়ে ওঠে আরও উজ্জ্বল, স্মার্ট এবং শক্তিশালী।

এই আয়জনে মিডিয়া পার্টনার হিসেবে নিয়োজিত ছিল Annex Communication Ltd.

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.