ইনভেস্টর এক্সপিরিয়েন্স চালু করল ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

বাংলাদেশে প্রথমবারের মতো ইনভেস্টর এক্সপিরিয়েন্স চালু করল ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রাইভেট ব্রোকারেজ হাউস হিসেবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজন করেছে ইনভেস্টর এক্সপিরুয়েন্স উইক। একটি উদ্যোগ যা সম্পূর্ণভাবে বিনিয়োগকারীদের কথা শোনা, যুক্ত থাকা এবং তাদের থেকে শেখার জন্য উৎসর্গিত।

সম্প্রতি এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্র্যাক ইপিএল বিশ্বাস করে, “Your Voice Matters in Shaping Our Service” — কারণ সেরা আর্থিক সমাধান কেবল বাজার-দক্ষতার ওপর নির্ভর করে না, বরং আমাদের বিনিয়োগকারীদের বাস্তব অভিজ্ঞতা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনেও গড়ে ওঠে। আপনাদের কথা শোনা আমাদেরকে আরও উদ্দেশ্যপূর্ণভাবে উদ্ভাবন করতে, সেবাকে উন্নত করতে এবং এমন বিনিয়োগ সুযোগ চিহ্নিত করতে সহায়তা করে যা সত্যিই আপনার প্রয়োজন মেটায়।

ব্র্যাক ইপিএল আরও জানায়, পুরো সপ্তাহ জুড়ে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সব শাখা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিশেষ টি সেশনে যোগ দিতে, যেখানে আপনি আপনার ভাবনা ও মতামত শেয়ার করতে পারেন। একসাথে, আমরা আগামী দিনের সেবাকে আরও উন্নত ও বিনিয়োগবান্ধব করে তুলতে পারি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.