বিক্ষোভরত শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২০ শতাংশ বাড়িভাড়া করাসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা। দুপুরের দিকে পুলিশ প্রেসক্লাব এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। বিক্ষোভকারীরা সরতে না চাইলে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এদিকে বাধার মুখে সেখান থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

এই ‘লাগাতার অবস্থান কর্মসূচি’তে যোগ দিতে গতকাল স্কুল, কলেজ ও মাদরাসার কয়েক হাজার শিক্ষক ঢাকায় এসেছেন।

অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চাকরি জাতীয়করণ। ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভে শিক্ষকরা ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের দাবি পূরণের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছিলেন।

দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস ধর্মঘট ও ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের হুমকি দিয়েছিলেন তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.