সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর)  সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ২০ দশমিক ৬৮ শতাংশ

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ১৭ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং ডমিনেজ স্টিল।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.