গুম কমিশনের প্রত‍্যেক সদস‍্যের কাছে এই জাতি ঋণী থাকবে: সংস্কৃতি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, গুম কমিশনের প্রত‍্যেক সদস‍্যের কাছে এই জাতি ঋণী থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, গুম কমিশনের প্রত‍্যেক সদস‍্যের কাছে এই জাতি ঋণী থাকবে। অসাধারণ ডিটারমিনেশন আর সিনসিয়ারিটি নিয়ে তারা হাসিনারেজিমের গুম চক্রের ভেতরের ইতিহাস তুলে এনেছেন। এটা দেখে কি মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক এন্টারপ্রাইজ হিসাবে অপারেট করছিলো?

তিনি আরও লিখেছেন, দু-একজনকে বলতে শুনি আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা যদি একটু খুলে বলতেন কোন অধিকার! গুম করার? খুন করার? লুট করার? ভোট ছাড়া অনন্তকাল ক্ষমতায় থাকার? লাইলাতুল ইলেকশনের? সার্বভৌমত্ব কমপ্রোমাইজ করার?

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.