মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের গ্রামীণ অঞ্চলে একটি অস্ত্র কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ১৮ জন, যাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮ টার আগে ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ কারখানায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিগুলোর মধ্যে একটি। এর কারণ নির্ধারণ করতে কিছু সময় লাগবে। এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ভবনের বর্ণনা জানতে চাইলে ডেভিস বলেন, ‘বর্ণনা করার মতো কিছুই নেই। এটি শেষ হয়ে গেছে।’ ডব্লিউটিভিএফ টেলিভিশনের প্রচারিত ভিডিওতে ভবনটির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর পর্যন্ত শোনা গেছে এবং অনুভূত হয়েছে কম্পনও।
ডেভিস প্রথমে বলেন, ১৯ জন নিখোঁজ ছিলেন কিন্তু পরে ডব্লিওএসএমভি টেলিভিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, নিখোঁজদের মধ্যে একজনকে বাড়িতে নিরাপদে পাওয়া গেছে।
এদিকে কোম্পানিটি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত না দিয়ে একটি বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও সহকর্মীর সদস্যদের সঙ্গে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা রয়েছে।’
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যায়, কোম্পানিটি সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি এবং সংরক্ষণ করে। টেনেসির বাক্সনর্টে অবস্থিত ১৩০০ একর সদর দপ্তরে আটটি উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন ল্যাব রয়েছে তাদের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.