টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেনি আফগানিস্তান। এশিয়া কাপ ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে রশিদ খানের দল। এবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ওয়ানডেতে ফিরেছেন তাওহীদ হৃদয়। ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.