বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারকে এ আহ্বান জানান।
ফেসবুকে পোস্টে তিনি লেখেন, শহিদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে, আটকের আগ মুহূর্তে শহিদুল ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনশেনসে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।
এদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর এবার গাজার পথে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে অভিযানে অংশ নেওয়া ফ্রিডম ফ্লোটিলার নয়টি জাহাজের সবকটিই আটক করে ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই ৯ জাহাজ এবং এগুলোতে থাকা শতাধিক অধিকারকর্মীকে ইতোমধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের বন্দরে। এই অধিকারকর্মীদের মধ্যে আছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও। বুধবার ফ্রিডম ফ্লোটিলার ট্র্যাকার ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মতো আরেকটি ফ্লোটিলা, যা আইন ভেঙে গাজার সমুদ্রবন্দরে প্রবেশের চেষ্টা করেছিল, তা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোটিলার সমস্ত জাহাজ এবং যাত্রীকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাদেরকে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে।
ফ্লোটিলার জাহাজগুলোতে প্রায় ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের ওষুধ, শ্বাসযন্ত্র ও পুষ্টিসামগ্রীসহ গাজার হাসপাতালে পাঠানোর মতো জরুরি মানবিক সহায়তা ছিল। ২০১০ সালে প্রতিষ্ঠিত এফএফসি এ পর্যন্ত ডজনখানেক মানবিক মিশন চালিয়েছে গাজায় সহায়তা পৌঁছে দিতে এবং অবরুদ্ধ উপত্যকার মানবিক সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে।
এর আগের সপ্তাহে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে গাজামুখী ৪৫টি বেশি নৌকার এক বিশাল অভিযান ভেস্তে দেয় ইসরায়েল; আটক করে ৪৫০ জনেরও বেশি অধিকারকর্মীকে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.