সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ১৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, খান ব্রাদার্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড এবং লাভেলো আইসক্রিম।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.