সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা নর্দান ইসলামি ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.