বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়েছেন তিন ক্যাটাগরির কাউন্সিলররা। এখন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার অপেক্ষা।
সর্বশেষ বিসিবিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনেও তারই সভাপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্থানীয় পাঁচ তারকা হোটেলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বুলবুল বলেছেন, ‘আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলা ঘোষণা করা হবে।
এদিকে তামিম ইকবালকে স্বশরীরে সেখানে দেখা যায়নি। তিনি কিছুদিন আগে মনোনয়ন নিয়ে নাটকীয় ভাবে প্রত্যাহারের ঘটনার পর দেশের বাইরে চলে গিয়েছেন। সেখান থেকে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন বিসিবি নির্বাচনে ভোট দেননি তিনি।
পোস্টে তামিম জানান, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’
তামিমসহ ১৩ জন প্রার্থী গত মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় ক্লাব ক্যাটাগরিতে মোট পরিচালক প্রার্থীর সংখ্যা দাড়িয়েছিল ১৬। এর সঙ্গে ১৫ ক্লাব ক্যাটাগরির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়া ইফতেখার রহমান মিঠু যোগ হয়ে প্রার্থীর সংখ্যা দাড়ায় ১৭। সেখান থেকে ১২ জন পরিচালক নির্বাচনের জন্য ৭৬ জন কাউন্সিলর ভোট দেয়ার কথা। তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ৪৩ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ জন স্বশরীরে এসে ভোট দিয়ে গেছেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি।
আর ক্যাটাগরি ৩ অর্থাৎ সাবেক অধিনায়ক ও বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ জন। ৫টি ই-ভোট এবং ৩৯ জন স্বশরীরে ভোট দিয়েছেন। একজন ভোটার ভোট দেননি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.