আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আজ দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির আটতলা ভবনের দ্বিতীয়তলায় স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্বিতীয় তলার স্টোর রুমেই আছেন। সেখানে সুতা, তুলা, কার্পাসসহ বিভিন্ন জিনিসপত্র আছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ারসার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.