গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা এবং আটকের ঘটনার পর নিজ দেশ থেকে ইসরায়েলের সব কূটনৈতিক প্রতিনিধি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
গাজায় মানবিক সাহায্য নিয়ে যাওয়া নৌবহর থেকে দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেত্তোকে আটকের পর এই নির্দেশ দেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা।
প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সতর্ক করে বলেছেন, এ অভিযোগ যদি সত্য হয় তবে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি ‘আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে গণ্য হবে।
তিনি আরো ঘোষণা দেন যে, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হচ্ছে। এর আগেই তিনি চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, পেত্রো ইতিমধ্যে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন।
তবে এবার তিনি অতিরিক্ত পদক্ষেপ নিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদেরও কলম্বিয়ার ভূখণ্ড ত্যাগের নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় মামলা করবে, যার মধ্যে ইসরায়েলি আদালতেও মামলা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কলম্বিয়ার আইনি টিমকে সহায়তার আহ্বান জানান প্রেসিডেন্ট পেত্রো।
প্রসঙ্গত, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.