আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার খবরকে গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। বরং পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলার কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।
বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আফগানিস্তানে তিনদিন ধরে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে তালেবান প্রশাসন প্রথমবারের মতো বক্তব্য দিয়েছে।
পাকিস্তানি সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান জানায়, ইন্টারনেট বন্ধের খবর পুরোপুরি ভিত্তিহীন। তারা কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন করেনি, বরং কারিগরি কাজের কারণে সাময়িক অসুবিধা দেখা দিয়েছে।
তবে নেটব্লকসের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে কাবুলসহ আফগানিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং টেলিফোন সেবাও ব্যাহত হচ্ছে।
আল-জাজিরার খবরে আরও বলা হয়, তালেবান প্রশাসন ইন্টারনেট বন্ধের বিষয়টি অস্বীকার করলেও গত মাসে তাদের নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা অশ্লীলতা দমনের উদ্দেশ্যে কিছু প্রদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
এদিকে, জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে তালেবানকে দ্রুত ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ব্ল্যাকআউট আফগানিস্তানের আর্থিক স্থিতিশীলতা ও মানবিক সংকট আরও গভীর করছে।
জাতিসংঘ আরও জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ব্যাংকিং, আর্থিক লেনদেন, উড়োজাহাজ চলাচল, চিকিৎসা সেবা ও প্রবাসী আয়ে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.