জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

 

রেকর্ড বৃষ্টিতে ঢাকার সাভারে শোভাপুরসহ তেতুলঝোড়া ইউনিয়নের তিন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। অবরোধের কারণে মহাসড়কের দুপাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

আন্দোলনকারীরা জানান, অল্প বৃষ্টি হলেই রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু সড়কেই পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। এ সময় আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অবরোধের সময় আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ গ্রহণের আশা করছেন যাতে ভবিষ্যতে এই সমস্যা পুনরায় না সৃষ্টি হয়।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, মঙ্গলবার রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধের কারণে সকাল থেকে ঘণ্টাখানেক ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়তে হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.