রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, সড়কে জলাবদ্ধতা

 

একদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কবলে পড়েছে রাজধানী ঢাকা। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই মাত্রার বৃষ্টিকে ‘অতি ভারী বৃষ্টিপাত’ হিসেবে চিহ্নিত করা হয়।

ফলে নগরজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা ও পরিবহন সংকট। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবহানের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন।

এদিকে বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা বা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।

এছাড়া, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশে কোথাও কতটা বৃষ্টিপাত হলে সেটিকে কীভাবে শ্রেণিবদ্ধ করা হয়, তার একটি নির্ধারিত স্কেল রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হওয়াকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ এবং ‘গুরুত্বপূর্ণ জলবায়ু ঘটনা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু নিচু এলাকা এখনো পানির নিচে। এছাড়া যানজট, গণপরিবহন সংকট ও অফিসগামী মানুষদের দুর্ভোগ ব্যাপকভাবে বেড়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ওপর একটি সক্রিয় মৌসুমি বৃষ্টিবলয় রয়েছে, যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদেরকে বৃষ্টিপূর্ব সতর্কতা ও নিরাপদ চলাচলের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.