জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি ছিল হৃদ্যতাপূর্ণ ব্রেকফাস্ট মিটিং। শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, আর্জেন্টিনা–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক আরও জোরদার হবে এবং বিনিয়োগ ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকটি শান্তিপূর্ণ, আন্তরিক এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশে অনুষ্ঠিত হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.