দরবৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (২৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, কায় অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং এসিএমই প্লাস্টিকস লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.