বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রতারণা সচেতনতার নির্দেশনা দিলো ব্র্যাক ইপিএল

অফিসিয়াল চ্যানেল ব্যবহার, তথ্য যাচাই এবং অননুমোদিত উৎস থেকে বিরত থাকার আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা, ফিশিং ও ভুয়া তথ্যের ঝুঁকি বাড়ায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ বিনিয়োগকারীদের জন্য স্পষ্ট করনীয় ও বর্জনীয় (Do’s and Don’ts) নির্দেশনা প্রকাশ করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের তথ্য কেবল অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই যাচাই করতে হবে।

করনীয় (Do’s): সব তথ্য যাচাই করুন অফিসিয়াল ওয়েবসাইটে: https://www.bracepl.com/brokerage/ । যেকোনো সহায়তার জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন। সন্দেহজনক বার্তা বা গ্রুপ কর্তৃপক্ষকে অবহিত করুন

করনীয় নয় (Don’ts): অননুমোদিত ওয়েবসাইট বা WhatsApp গ্রুপের তথ্য বিশ্বাস করবেন না। ব্যক্তিগত বা একাউন্ট সম্পর্কিত তথ্য অযাচিত প্ল্যাটফর্মে শেয়ার করবেন না।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ সর্বদা তার বিনিয়োগকারীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সতর্ক থাকুন, প্রতারণার শিকার হবেন না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.