রাশিয়া থেকে আমদানি করা হয়েছে ৫২ হাজার ৫০০ টন গম। গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তিতে প্যাকেজ-১-এর আওতায় এই গম আমদানি করা হয়।
বিপুল পরিমাণ এই গম নিয়ে সম্প্রতি এমভি পার্থ-১ নামে একটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। মাল্টার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ায় বহির্নোঙর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির প্যাকজ-১ এর আওতায় রাশিয়া থেকে এসব গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। এ ছাড়া দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবশেষে বলা হয়, আমদানিকৃত গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.