জুলাই-আগস্টে বিদেশি ঋণ এসেছে ৭৫ কোটি ডলার, পরিশোধ ৬৭ কোটি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ পেয়েছে ৭৫ কোটি ডলার বিদেশি ঋণ, অন্যদিকে একই সময়ে আগের ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে প্রায় ৬৭ কোটি ডলার।

রোববার (২৮ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই-আগস্ট মাসে বিদেশি সহায়তা হিসেবে মোট ৭৫ কোটি ৬ লাখ ডলার এসেছে, যা পুরোপুরি ঋণ হিসেবে প্রদান করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ সহায়তার পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি ডলার।

অন্যদিকে, ঋণ পরিশোধ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দুই মাসে বাংলাদেশ সরকারকে ৬৬ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার ছিল মূলধন এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলারের বেশি ছিল সুদ। গত অর্থবছরের একই সময়ে সুদাসল পরিশোধ ছিল প্রায় ৫৯ কোটি ডলার।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় মুদ্রায় বিবেচনায় এ সময়ে ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার কোটি টাকা বেশি (৬ হাজার ৯৬৫ কোটি টাকা)।

এছাড়া জুলাই-আগস্টে নতুন ঋণ প্রতিশ্রুতি এসেছে ২৪ কোটি ডলারের, যেখানে গত বছর এ সময় প্রতিশ্রুতি ছিল ২০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ঋণ প্রাপ্তি বাড়লেও পরিশোধের চাপও উল্লেখযোগ্য হারে বাড়ছে। আগাম পরিকল্পনা ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনার ওপর জোর না দিলে ভবিষ্যতে বিদেশি ঋণ পরিস্থিতি আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.