মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২৪ সালের ১১তম বার্ষিক সাস্টেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করেছে, যা গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত। ২০১৪ সাল থেকে এমটিবি নিয়মিতভাবে জিআরআই গাইডলাইন অনুসরণ করছে, ফলে বাংলাদেশে ব্যাংকিং খাতে স্বচ্ছ ও বিস্তৃত ইএসজি রিপোর্টিং-এর পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, “আমাদের সাস্টেইনেবিলিটি যাত্রা কার্যক্রম দ্বারা নির্ধারিত” এই মূল বক্তব্যকে সামনে রেখে প্রকাশিত রিপোর্টে এমটিবি’র সবুজ অর্থায়ন, পরিবেশ সংরক্ষণ, সুশাসন এবং সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে, যা ব্যাংকের দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির প্রতিশ্রুতিকে জোরদার করে।
অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “সাস্টেইনেবিলিটি আমাদের প্রতিটি কর্মকাণ্ডের মূল ভিত্তি। এই রিপোর্ট আমাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরির অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ উল্লেখ করেন, “জিআরআই-এর মতো আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে আমরা আমাদের ইএসজি উদ্যোগকে আরও পরিমাপযোগ্য, বিশ্বাসযোগ্য এবং শিল্পের জন্য মানদণ্ডে পরিণত করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোঃ খালিদ মাহমুদ খান, ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, পাশাপাশি হেড অব ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন এবং হেড অব সাস্টেইনেবিলিটি। তাদের উপস্থিতি এমটিবি’র সাস্টেইনেবল প্রবৃদ্ধি ও নেতৃত্বের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.