‘এনআরবি প্রতিদিন’ ও ‘অটো ফিক্সড লোন’ চালু করলো এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসি. ‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গ্রাহকদের সুবিধার্থে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি. দৈনিক মুনাফাভিত্তিক এনআরবি প্রতিদিন শীর্ষক পণ্য চালু করেছে। এটি ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্মার্ট ব্যাংকিং সমাধান, যা প্রতিদিনের মুনফা/ইন্টারেস্ট সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

অটো ফিক্সড লোন হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ী ক্রয়ের ক্ষেত্রে বিশেষ লোন সুবিধা। গ্রাহকরা এখন থেকে ব্যবহৃত গাড়ী ক্রয়ের ক্ষেত্রে সহজ শর্তে লোন সুবিধা উপভোগ করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহীন হাওলাদার, মোঃ আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম. রাশিদুল হুদাকে সাথে নিয়ে ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পণ্যদুটি উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ রেজাউল শাহরিয়ার ও টান্সজেকশান ব্যাংকিং বিভাগের মো: আরিফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.