দেশের জীবন খাতের বীমা কোম্পানিগুলির মধ্যে অন্যতম, দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বৃহস্পতিবার আয়োজন করল কোম্পানির ‘টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স’।
রাজধানীর কারওয়ানবাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবমুখর পরিবেশে কোম্পানিটি দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে এবং তার এজেন্ট এবং অংশীদারদের ব্যবসায়িক সাফল্য উদযাপন করে।
কোম্পানির চেয়ারম্যান মঈনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন এসময় কোম্পানির পর্যবেক্ষক মোঃ শাহ আলম, শেয়ার হোল্ডার পরিচালক ফজলতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর অফ রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি,ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল অন্যান্যের মধ্যে এ সম্মেলনে বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও, মোঃ রফিকুল ইসলাম, চীফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ আব্দুল হান্নান, চীফ অপারেটিং অফিসার মোঃ মন্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস, সহকারি ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সোনালী লাইফের মাঠকর্মী এবং ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এজেন্ট এবং অংশীদারদের তাদের সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, কোম্পানির মূল ভিত্তি হলো এর বিপুল সংখ্যক পলিসি হোল্ডারদের আস্থা এবং হাজার হাজার কর্মচারী ও কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং প্রতিশ্রুতি।
সাফল্য অর্জনকারীদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সোনালী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) রফিকুল ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা এবং বোর্ডের সঠিক নির্দেশনার উপর ভিত্তি করে সোনালী তার দৃঢ় অবস্থান এবং ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
সোনালী লাইফের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিইও বলেন, “আমাদের দূরদর্শী প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের নির্ধারিত নীতি ও আদর্শের মাধ্যমে সোনালী লাইফের অবিচল প্রবৃদ্ধি অব্যাহত থাকবে এবং লক্ষ্য অর্জন করা সম্ভব হবে”।
দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে দেশের বীমা শিল্পের উপর একটি টক শোও আয়োজন করা হয় তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন-ব্যাপি নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.