বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময়ে দেশটির পররাষ্ট্র দপ্তর এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে পেত্রো কী ধরনের অপরাধ করেছেন তা জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ শনিবার সকালে নিউইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এ সময় মার্কিন সৈন্যরা তাকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন। কিন্তু তিনি আদেশ অমান্য করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, কলম্বিয়ার নেতা শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন।
এর আগে শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো। এ সময় তিনি নিজের বক্তব্যে পেত্রো ইসরায়েলের কড়া সমালোচনা করেন।
তিনি ইসরায়েলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তোলেন। পেত্রো প্রস্তাব দেন, এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.