স্লোভেনিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির সরকার এই তথ্য জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ২০২৪ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একইসঙ্গে আগস্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং পশ্চিমতীরে অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যের আমদানিও বন্ধ করে দেয়।

যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ফলে আইসিসির সদস্যভুক্ত দেশগুলোতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে বিশ্বের অনেক দেশে তার যাতায়াত সীমিত হয়ে পড়েছে।

তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন নেতানিয়াহু। তিনি ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে অন্যপথে গমন করেন। যদিও ইতালি ও গ্রিস আইসিসির সদস্য হয়েও তার বিমানকে বাধা দেয়নি।

আইসিসি একইসঙ্গে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ট্রাম্প প্রশাসন পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.