সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনের রেমিট্যান্স প্রবাহে আগের বছরের তুলনায় ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে আজ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা ৭ হাজার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫ হাজার ৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.