সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। আজ টাইগারদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের সমান এক জয় আছে তাদেরও। এশিয়া কাপের ফাইনালে উঠতে দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারাতে পারলে সবার আগে ফাইনালে উঠবেন সূর্যকুমার যাদবরা। বাংলাদেশ জিতলে ফাইনালের পথটা সুগম হবে তাদেরও।
এমন ম্যাচে পরিস্কারভাবেই ফেভারিট ভারত। টি-টোয়েন্টি বর্তমান চ্যাম্পিয়ন, পাশাপাশি টি-টোয়েন্টির এক নম্বর দলও তারা। অতীত রেকর্ড, শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। ১৭ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। এসব পরিসংখ্যানের পরও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ পেয়েছে নতুন মাত্রা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও স্বাভাবিকভাবে সেটার রেশ থাকবে।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। বাংলাদেশ এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।
বাংলাদেশের একাদশ- সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.