নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের (আরবিএনজেড) নতুন গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন সুইডিশ নাগরিক আনা ব্রেমান। আরবিএনজেডের ইতিহাসে প্রথম বিদেশী ও নারী গভর্নর তিনি। সাম্প্রতিক সময়ে কিউই অর্থনীতি পরিচালনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আরবিএনজেড। এরই ধারাবাহিকতায় সংস্থাটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। এ পরিবর্তনের অংশ হিসেবেই আরবিএনজেডের গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন আনা ব্রেমান।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী নিকোলা উইলিস জানিয়েছেন, আনা ব্রেমান এখন সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্সব্যাঙ্কের প্রথম ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১ ডিসেম্বর আরবিএনজেডে গভর্নর হিসেবে যোগ দেবেন তিনি।
উইলিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রযুক্তিগত দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্বের অসাধারণ সমন্বয় নিয়ে নিউজিল্যান্ডে আসছেন ড. ব্রেমান।’
উইলিস জানান, বিশ্বজুড়ে প্রায় ৩০০ সম্ভাব্য প্রার্থীর মধ্যে খোঁজ চালিয়ে আরবিএনজেড বোর্ড ব্রেমানকে মনোনীত করে।
নিউজিল্যান্ডের ইতিহাসে এবারই প্রথম কোনো বিদেশীকে কেন্দ্রীয় গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হলেও বিশ্বে এটিই প্রথম নজির নয়। এর আগে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কারনি ২০১৩ সালে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন।
আরবিএনজেডের গভর্নর হিসেবে আনা ব্রেমানের নিয়োগকে স্বাগত জানিয়ে সংস্থাটির বোর্ড ভাইস প্রেসিডেন্ট রজার ফিনলে বলেন, ‘আনার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সেন্ট্রাল ব্যাংকিং থেকে শুরু করে একাডেমিয়া ও আর্থিক বাজার পর্যন্ত সবখানেই তার অবদান রয়েছে। আরবিএনজেডে যোগদানের আগে তিনি রিক্সব্যাঙ্কের নির্বাহী বোর্ডে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। মুদ্রানীতি, আর্থিক স্থিতিশীলতা ও পেমেন্ট সিস্টেম বিষয়ে তার শক্তিশালী কারিগরি জ্ঞান ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।’
বর্তমানে ক্রিস্টিয়ান হকসবে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করছেন। তার পূর্বসূরী আদ্রিয়ান ওর চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পদত্যাগ করেন।
আরবিএনজেডের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার খবরের প্রথম প্রতিক্রিয়ায় ৪৯ বছর বয়সী ব্রেমান নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সুনামের প্রশংসা করেন। সাংবাদিকদের আনা ব্রেমান বলেন, ‘রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড একটি অসাধারণ প্রতিষ্ঠান। এটি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা প্রণয়নে পথপ্রদর্শক হিসেবে পরিচিতি। এখানকার কর্মীরা নিবেদিতপ্রাণ, বিশ্বস্ত। তারা জানে এ প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
ব্যক্তিগত জীবনে আনা ব্রেমান বিবাহিত ও দুই কন্যা সন্তানের জননী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.