সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ‘Skills for Inclusive Competitiveness and Innovation Program’ (SICI) এর আওতায় মাসিক উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা ও সহায়তা সেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২৩/২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকিং ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির মেরুর পূর্ণমূল্য পরিচালক, পণ্যপিপি ও প্রশিক্ষক যোব এম. এ. কাদশম এবং বাংলাদেশের ব্যাংকিং পরিচালক যোব পিএম. সরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের SME ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক যোব পিএম. জেরুল ইসলাম, যুগ্ম পরিচালক যোব পিএম. আইয়ুব আলী এবং সাউথইস্ট ব্যাংকের বিভাগীয় পরিচালক (চলতি প্রয়োগ) যোব আপবুর রিমাও শ্রেষ্ঠ অংশগ্রহণকারীদের সাথে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত উদ্যোক্তারা কর্মশালার অংশ হিসেবে প্রদত্ত নির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন এবং তাদের উদ্যোগের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় অংশের আয়োজন করা হয় এবং তাদের উত্তম ফলাফল প্রত্যাশা করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.