এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে এনবিআর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনবিরের সংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।

তিনি বলেন, ‘এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.