কুমিল্লা জিলা স্কুলে বিআইসিএম’র আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা (Financial Literacy and Investment Education) প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ কুমিল্লা জিলা স্কুলের সম্মেলন কক্ষে এ আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ। সমন্বয়ক ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়, দি ইভেন্টর এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. গাজীউল হক সোহাগ।

এ সময় বিআইসিএম-এর প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক (গণিত) শ্যামল চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক (গণিত) মোহাম্মদ নাজমুল হাছান, সহকারী শিক্ষক হাসানুজ্জামানসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ শিক্ষা বিষয়ক জ্ঞান স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিআইসিএম বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ কুমিল্লা জিলা স্কুলে এ আয়োজন করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.