গাজায় ইসরায়েলের আরও এক সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে সামরিক অভিযান চলার সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত ওই সেনা কর্মকর্তার নাম শাহার নাতানেল বোজাগ্লো (২৭)। মেজর পদমর্যাদার এই কর্মকর্তা ইসরায়েলের সেনাবাহিনীর ৭৭তম ব্যাটালিয়েনের ৭ম আর্মোর্ড ব্রিগ্রেডের কোম্পানি কমান্ডার ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংককে লক্ষ্য করে রকেট প্রোপেল্ড গ্রেনেড (আরপিজি) ছোড়ে হামাস যোদ্ধারা। ওই ট্যাংকটিতে ছিলেন বোজাগ্লো। আরপিজির আঘাতে গুরুতর আহত হন তিনি।

ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে হামাস যোদ্ধারা। অতর্কিত এ হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও অধিক ফিলিস্তিনি।

এছাড়া অভিযানে এ পর্যন্ত ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি সেনা।

তবে গত সপ্তাহে আইডিএফ গাজা সম্পূর্ণ দখল অভিযান শুরু করার পর এই প্রথম নিহত হলেন কোনো ইসরায়েলি সেনা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.