গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার বিকেলের দিকে টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। আহত ৪ দমকলকর্মীসহ মোট ৫ জনকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন- ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফায়ার সার্ভিসের ৪ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। দোকান কর্মচারী আল-আমিনের অবস্থাও আশঙ্কাজনক।
তার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, তারা একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী। তাদের গোডাউনের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আল-আমিন সেসময় হার্ডওয়্যার গোডাউনের মালামাল সরাচ্ছিলেন। পাশের গোডাউনে বিস্ফোরণ হলে আল-আমিন দগ্ধ হন। কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.