উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুর যাচ্ছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে তার দলের পক্ষ থেকে।
‘দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে’ তার জন্য সরকারকে সাধুবাদ জানানো হয়েছে গণ অধিকার পরিষদের বিবৃতিতে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
গত ২৯ অগাস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিপেঠায় আহত হওয়ার পর থেকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন নুর। হামলায় জড়িতদের শাস্তিও দাবি করা হয়েছে গণঅধিকার পরিষদের বিবৃতিতে।
এই মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.