বদলা নেয়ার সুযোগের ম্যাচে টসে হারল পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান। এই হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছে সালমান আলী আঘার দল। সুপার ফোরে দুই দলই একে অপরের মুখোমুখি মাঠে নামছে।

এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছ ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে আগে ব্যাটিং করবে পাকিস্তান।

এদিকে ভারত এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। অবধারিতভাবেই একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। এই ম্যাচে খেলছেন স্পিনার বরুণ চক্রবর্তীও। হার্শিত রানা ও আর্শদীপ সিং।

পাকিস্তান দলও ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। একাদশে ফিরেছেন হাফিম আশরাফ ও হোসাইন তালাত।

ভারত একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ- সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.