প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও জয়তুন বিজনেস সলিউশন্সের উদ্যোগে উঠান বৈঠক

গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং জয়তুন বিজনেস সলিউশন্স যৌথভাবে একটি উঠান বৈঠকের আয়োজন করেছে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আয়োজিত এ বৈঠকে শতাধিক প্রান্তিক জনগণ অংশ নেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল বিনিয়োগ শিক্ষা, পুঁজিবাজারে অংশগ্রহণের উপায় এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা। আয়োজক প্রতিষ্ঠানগুলোর মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগণের জন্য বিনিয়োগে অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সৈয়দ এম ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সলিউশন্স-এর চেয়ারম্যান আরফান আলী। এছাড়াও, দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “এই উঠান বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক জনগণের মধ্যে বিনিয়োগ সচেতনতা তৈরি করা এবং তাদের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট একটি সুষ্ঠু, সুরক্ষিত ও সহজ বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সবাইকে বিনিয়োগের আওতায় আনতে চায়।”

আরফান আলী বলেন, “জয়তুন বিজনেস সলিউশন্স গ্রামীণ মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট আমাদের এই লক্ষ্যকে আরও গতিশীল করেছে।”

বৈঠকে বক্তারা তুলে ধরেন, বিনিয়োগ কেবল লাভের পথ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। ছোট সঞ্চয় থেকে বিনিয়োগ শুরু, ঝুঁকি মোকাবেলা এবং পরিবারে আর্থিক স্থিতিশীলতা আনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা সহজ ভাষায় উপস্থাপন করে, যেন প্রান্তিক জনগণ তা অনুধাবন করে উপকৃত হতে পারেন।

উভয় প্রতিষ্ঠান জানায়, তারা গ্রামীণ জনসাধারণের জন্য উন্নত ও টেকসই বিনিয়োগের সুযোগ তৈরি করতে একযোগে কাজ করবে। এতে শহর ও গ্রাম উভয়েই সমানভাবে বিনিয়োগ সুবিধা পাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.