এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। যা রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। সিলেটের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। মাত্রা কম হওয়ায় অনেকেই এর ঝাঁকুনি অনুভব করতে পারেননি। এই মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটেও সিলেটে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে, যা সিলেট থেকে ১৩১ মাইল দূরে অবস্থিত। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.