ব্র্যাক ব্যাংক পেলো ‘এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার’ সম্মাননা

‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ এশিয়ার সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

১৫ সেপ্টেম্বর ২০২৫, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত ‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন পুরস্কারটি গ্রহণ করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) ফাইন্যান্সিং প্রোগ্রামের জন্য ব্র্যাক ব্যাংক এই স্বীকৃতি পেয়েছে। উন্নয়ন অংশীদার ওয়াটার ডট ওআরজি’র সহযোগিতায় মাত্র এক বছরের মধ্যে ব্যাংকটি একটি উল্লেখযোগ্য ওয়াশ পোর্টফোলিও গড়ে তুলতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে দেশের প্রায় সাড়ে ৩ লাখের বেশি মানুষের স্যানিটেশন এবং ৮ লাখের বেশি মানুষের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই সম্মাননা আমাদের উদ্ভাবনী এসএমই ফাইন্যান্সিংয়ের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। আমরা এমন উদ্যোগে বিনিয়োগ অব্যাহত রাখব, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করে সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অধীন এসএমই ফাইন্যান্স ফোরামের আয়োজনে, জি-২০ গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (জিপিএফআই)-এর অফিসিয়াল ইভেন্ট হিসেবে গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।

এই স্বীকৃতির মাধ্যমে ব্র্যাক ব্যাংক এশিয়া অঞ্চলে সাসটেইনেবল ফাইন্যান্সের ভবিষ্যৎ গড়ে তোলায় অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী শতাধিক আবেদনকারী প্রতিষ্ঠান থেকে ৫০টি প্রতিষ্ঠানকে শর্টলিস্ট করা হয়েছিল, যার মধ্যে বাংলাদেশ থেকে তিনটি প্রতিষ্ঠান স্থান পায়। এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে এই সম্মাননা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক, যা ব্যাংকটির বৈশ্বিক নেতৃত্বকে সুদৃঢ় করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.