ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।
শনিবার (২০ সেপ্টেম্বর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে আপাতত পরিষেবা দেওয়া যাচ্ছে না এবং ত্রুটি সারাতে আরও সময় লাগবে। তবে বিষয়টি যে সাইবার হামলার ফল, তা নিশ্চিত করেছে একাধিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিশ্বের বহু এয়ারলাইন্স এবং বিমানবন্দরেই পরিষেবা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক অধিকাংশ এয়ারলাইন্স তাদের চেক-ইন, বোর্ডিং ও ফ্লাইট তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। সাইবার হামলার কারণে সেই সকল সেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে, যার ফলেই ব্যাপক ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিল ও বিকল্প ব্যবস্থার তথ্য জানাচ্ছে। সব বিমানবন্দর এই হামলার কবলে পড়েনি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এই বিমানবন্দরগুলো অন্য পরিষেবা ব্যবহার করায় এই সাইবার হামলার প্রভাব পড়েনি বলে জানা গেছে।
ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, “ইন্টারনেট-ভিত্তিক স্বয়ংক্রিয় পরিষেবা যতক্ষণ স্বাভাবিক না হয়, ততক্ষণ আমরা ম্যানুয়ালি যাত্রীদের বোর্ডিং কার্যক্রম পরিচালনা করব।”
তিনি আরও বলেন, “কলিন্স অ্যারোস্পেস দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় গড়ে ৫৪ মিনিট পর্যন্ত পিছিয়ে যাবে।”
এই পরিস্থিতিতে যাত্রীদের সতর্কতা ও ধৈর্য অবলম্বন করার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.