সেনাবাহিনীর ব্যারাক ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

সেনাবাহিনী ব্যারাকের আশ্রয় ছেড়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

খবর কাঠমান্ডু পোস্টের।

গত ৯ সেপ্টেম্বর গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন কে পি শর্মা। নিরাপত্তার জন্য তিনি তখন সেনাবাহিনীর নিরাপত্তা চান। পরে তাঁকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হয়। ৯ দিন সেনা হেফাজতে থাকার পর তিনি ব্যক্তিগত বাড়িতে গেছেন বলে দেশটির সেনাবাহিনীর একটি সূত্র গতকাল শুক্রবার নিশ্চিত করেছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। তবে নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাঠমান্ডুর ১৫ কিলোমিটার দূরের ভক্তপুরের ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি।

এদিকে জেন-জিদের নেতৃত্বে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নেপালের পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে।  সেপ্টেম্বরের শুরুতে অস্থিরতায় হোটেল, রেস্তোরাঁ, কেবল কার ও বিমানবন্দরসহ এই খাতের অন্তত ৩০টির বেশি  প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।  ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২৫ বিলিয়ন রুপিরও বেশি, পাশাপাশি প্রায় আড়াই হাজার কর্মী কাজ হারান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.