শততম টেস্ট খেলবেন মুশফিক

বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তার নামের পাশে এখন ৯৮ টেস্ট। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তবে কার বিপক্ষে তিনি মাইলফলকের ম্যাচটি খেলবেন তা নিশ্চিত ছিল না। এবার জানা গেছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের টেস্ট ক্যারিয়ার অন্যরকম এক পূর্ণতা পেতে চলেছে।

বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ১৯ নভেম্বর থেকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সম্মতি দেওয়ার পর এটা প্রায় নিশ্চিত হয়েই গেছে যে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচটিই হতে চলেছে মুশফিকের শততম টেস্ট। আগে শোনা গিয়েছিল যে দ্বিতীয় টেস্টের বদলে একটি ওয়ান্ডে সিরিজ খেলতে চেয়েছিল তারা।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে প্রথম বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট হবে সিলেটে ১১ নভেম্বর থেকে। বর্তমানে ৯৮ টেস্ট খেলা মুশফিকুর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হবেন যিনি শততম টেস্টে পা রাখবেন। তিনি ২০০৫ সালে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক করেছিলেন বাংলাদেশের হয়ে।

মুশফিক বর্তমানে একমাত্র ব্যাটার যার টেস্টে ছয় হাজারের বেশি রান রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তার অপরাজিত ২১৯ রানের ইনিংস এখনও সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে, আর ২ ডিসেম্বর ঢাকায়।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর, আর তিনটি টি-টোয়েন্টি হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশের কোনো খেলা নেই। এই সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.