অর্ধলক্ষ সিএলপি উদযাপন ও ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ প্রদান

বিএসডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ৫০ হাজর সিএলপি (সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট) ইস্যু করার মাইলফলক উদযাপন এবং গত কর বছরে সর্বাধিক অনলাইন রিটার্ন দাখিলকারী পাঁচটি প্রতিষ্ঠানকে “ই-রিটার্ন চ্যাম্পিয়ন” সম্মাননা প্রদান করা হয়েছে

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় একক জানালা (এনএসডব্লিউ) প্রকল্প কর্তৃক “অর্ধলক্ষ সিএলপি উদযাপন ও কাগজবিহীন শুল্ক বিষয়ক সেমিনার এবং করদাতাদের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ প্রদান” শীর্ষক অনুষ্ঠান ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দপ্তর/সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মের ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। বিএসডব্লিউ সিস্টেমটি বাণিজ্য প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকগণের খরচ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৫ সালের ২ জানুয়ারি বিএসডব্লিউ পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা এখন পর্যন্ত সফলভাবে ৫ লক্ষ সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট ইস্যু করেছে।

অর্ধলক্ষ সিএলপি উদযাপন:
বিএসডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ৫০,০০০ সিএলপি (সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট) ইস্যু করার মাইলফলক উদযাপন করা হয়। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ আবেদন ১ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। অংশীজনদের অভিজ্ঞতা ভিডিও ক্লিপের মাধ্যমে প্রদর্শন করা হয়।

কাগজবিহীন শুল্ক বিষয়ক সেমিনার:
বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সুবিধা চুক্তি (ডব্লিউটিও-টিএফএ) ১০ দশমিক ৪ ধারা বাস্তবায়নের অংশ হিসেবে কাগজবিহীন শুল্ক বিষয়ক উপস্থাপনা করা হয়, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে জবাবদিহিতা এবং কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ প্রদান:
গত কর বছরে সর্বাধিক অনলাইন রিটার্ন দাখিলকারী পাঁচটি প্রতিষ্ঠানকে “ই-রিটার্ন চ্যাম্পিয়ন” সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
১) সোনালী ব্যাংক পিএলসি
২) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড
৩) ব্র্যাক
৪) বুরো বাংলাদেশ
৫) রেনেটা পিএলসি

ডিজিটাল রূপান্তর ও অর্থনৈতিক প্রবৃদ্ধি:
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা ও বিএসডব্লিউ এবং ই-রিটার্ন সিস্টেমের অবদান নিয়ে আলোচনা করেন।

এনএসডব্লিউ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য অতিথিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান এবং বিএসডব্লিউ ও ই-রিটার্ন সিস্টেমের উন্নয়নে আরও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.