দুই ম্যাচের দুইটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে শ্রীলঙ্কা। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবেন চারিথ আসালাঙ্কারা। এমনকি আফগানদের সঙ্গে ৭০ রানের চেয়ে কম কিংবা আফগানিস্তান তাড়া করলে ৫৩ বল বাকি থাকতে না হারলেও সেরা চারে উঠবে তারা। বিপরীতে নেট রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তান জিতলেই সুপার ফোরে যাবে তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। যার ফলে টস হেরে আগে বোলিং করতে হবে শ্রীলঙ্কাকে। সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে একাদশে দুইটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। মোহাম্মদ গাজানফার ও গুলবাদিন নাইবের জায়গায় সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান ও ডারউইস রাসূলি। শ্রীলঙ্কার একাদশে মাহিশ থিকশানার জায়গায় এসেছেন দুনিথ ওয়াল্লালাগে।
আফগানিস্তান- সেদিকউল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, ডারউইস রাসূলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ এবং ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কা- পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্থ চামিরা এবং নুয়ান থুসারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.