মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়ে দেশটিকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা দেওয়ার পর বুধবার স্যান্ডার্স এ মন্তব্য করেন।
স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে।
তিনি বলেন, হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য— ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
ডেমোক্র্যাট শিবিরের প্রভাবশালী এই নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থীই প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা বললেন।
তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগেই একই দাবি তুলেছিলেন।
জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা হলো—কোনও জাতিগত, বর্ণ, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড।
অর্থাৎ, শুধু যুদ্ধের আইন ভঙ্গ নয়, বরং ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে, যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি।
এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.