অবশেষে মাঠে আসলেন পাকিস্তানের ক্রিকেটাররা

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে না সরালে এশিয়া কাপ বর্জন করতে পারে পাকিস্তান। কয়েকদিন ধরেই এমন খবর ভেসে বেড়াচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে। সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে লাহোরে রমিজ রাজা ও নাজাম শেঠির মতো সাবেক সভাপতিদের নিয়ে বৈঠক করছেন বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভি।

বৈঠক চলাকালীনই ক্রিকেটারদের হোটেলে বসে না থেকে মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সভাপতির অনুমতি পাওয়ায় মাঠে যাচ্ছে পাকিস্তান দল। পিসিবি সভাপতি মহসিন নাকভি অনুমতি দেয়ার পর টিম হোটেল থেকে বের হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অল্প কিছু সময়ের মধ্যে মাঠেও এসে পৌঁছেছেন তারা।

১৪ সেপ্টেম্বরের ভারত ও পাকিস্তান ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ জিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে দ্রুততার মাঠে ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। এমনকি ভারতের বাকি ক্রিকেটাররাও একই পথে হেঁটেছেন।

সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভারতের কেউ হাত মেলাতে আসেননি। এমন ঘটনার জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক। এসব ঘটনা নিয়ে পুরো বিশ্ব জুড়েই আলোচনা-সমালোচনা চলছে। ম্যাচ শেষ হতেই আইসিসির কাছে অভিযোগ জানায় পিসিবি। যেখানে তাদের অভিযোগ পত্রে বলা হয়েছে, টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে না করেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট।

এর পরই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে তাদের কথা পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

দেশটির ক্রিকেট বোর্ড জানায়, পাইক্রফ্ট যা করেছেন সেটা আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট সম্পর্কিত আইনের লঙ্ঘন। যদিও আইসিসি তাদের জানিয়েছে এসিসির কর্মকর্তাদের নির্দেশেই এমনটা করেছেন ম্যাচ রেফারি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও দায়িত্বে আছেন পাইক্রফ্ট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.