আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

তিনি জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.